ডিজিটাল ডেস্ক : নতুন বছরে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সমূহ সম্ভাবনা। আর সেই সম্ভাবনার কথা মাথায় রেখে শুরু হয়ে গেছে রাজ্যে জোর তৎপরতা। বিভিন্ন দলের পক্ষ থেকে শুরু হয়ে গেছে প্রচার কার্য। আর এই প্রচারের উদ্দেশ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ৩ রা ডিসেম্বর কাঁথিতে জনসভা করতে চলেছেন। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) অধিকারী পরিবারে চা পানের আমন্ত্রণ জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী। তবে তৃণমূল সাংসদ চা পানের আমন্ত্রণ জানালেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এই জনসভার বিরুদ্ধে মামলা দায়ের করলেন।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর অভিযোগ অধিকারীদের কাঁথির বাড়ির ১০০ মিটারের মধ্যে জনসভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই জনসভা তাঁর পরিবারকে হেনস্থা করার পরিকল্পনা বলে মনে করছেন শুভেন্দু অধিকারী। আর সে কারণেই হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আজ দুপুর দুটোয় এই মামলার শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই কাঁথির শান্তিকুঞ্জের সামনে পুলিশের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকদের গন্ডগোল বাঁধে। পুলিশের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়। এরই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে কোন রকম জমায়েতে না করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এই রায়ের ২০ দিনের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা হতে চলেছে। আর এখানেই আপত্তি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কার্যত শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় কী রায় দেয় কলকাতা হাইকোর্ট, সেদিকে কড়া নজর থাকছে রাজনৈতিক মহলের।