উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যাংকক যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে আটকে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে। শনিবার রাত ৮টা নাগাদ ব্যাংকক যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে যান তিনি। রাত ৯টা ১০ মিনিটে ইন্ডিগোর বিমান ধরার কথা ছিল তাঁর। সেজন্য কলকাতা বিমানবন্দরে অভিবাসন দপ্তরের কাউন্টারে নিজের পাসপোর্ট এবং উড়ানের টিকিট জমা দেন তিনি। তখনই তাঁকে কাউন্টারের তরফে জানিয়ে দেওয়া হয়, এই উড়ানে বোর্ডিং করতে পারবেন না তিনি। ইডির নির্দেশেই তাঁকে বাধা দেয় অভিবাসন দপ্তরের আধিকারিকরা।
কয়লা পাচার মামলার তদন্তে মেনকা গম্ভীরের নামে লুক আউট নোটিশ জারি রেখেছিল ইডি। দেশের সমস্ত বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই নোটিশ। তাই এদিন মেনকা গম্ভীর ব্যাংকক যাওয়ার জন্য বিমানবন্দরের অভিবাসন দপ্তরে পাসপোর্ট জমা করতেই তাঁকে আটকে দেওয়া হয়। এরপর প্রায় আড়াই ঘণ্টা তাঁকে বিমানবন্দরেই বসিয়ে রাখা হয়। তারপর ইডির এক আধিকারিক এসে তাঁকে সমনের নোটিশ ধরান। দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর ইডির তরফে তাঁকে জানিয়ে দেওয়া হয়, আপাতত বিদেশ ভ্রমণ করতে পারবেন না মেনকা গম্ভীর। আগামী সপ্তাহে তাঁকে ইডি অফিসে হাজিরা দেওয়ার নোটিশও ধরানো হয়েছে। এরপর কলকাতা বিমানবন্দর থেকেই বাড়ি ফিরে আসতে হয় মেনকা গম্ভীরকে।
কয়লা পাচার মামলায় ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) পাশাপাশি তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও ইডির মুখোমুখি হয়েছেন। বেশ কয়েকবার তাঁদের দিল্লিতে তলব করে জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দরা। এবার গোয়েন্দাদের নজরে রুজিরার বোন।
আরও পড়ুনঃ Kolkata | ইডির অভিযানে আমির খানের বাড়ি থেকে উদ্ধার ১৭ কোটি ৩২ লক্ষ