প্রায় ৫ লক্ষ মানুষের জমায়েতে এবার নজর কেরেছে হুগলির মাহেসের রথ। পুরীর পর দেশের সব থেকে পুরনো এই রথে এ বার ফিরেছে পুরনো সেই চেনা ছবি। ৬২৬ বছরের এই রথযাত্রায় এ বার শ্রীরামপুরে ভিড় জমিয়েছেন প্রায় পাঁচ লক্ষ মানুষ। শুক্রবার ভোরে মন্দিরে বসেই ভোগ খান জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাঁদের গর্ভগৃহ থেকে নিয়ে আসা হয় মন্দির প্রাঙ্গনে। প্রথমে রথে বসানো হয় নারায়ণ শিলা। দুপুর দু’টোয় রথে ওঠেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথে বসিয়ে সাজানো হয় বিগ্রহ। বিকেল চারটে থেকে গড়াতে শুরু করে রথের চাকা। বহু ভক্তের জমায়েতে পূর্ণ হয়ে ওঠে উৎসব।
ঢ্যাঁড়া পিটিয়ে মালিকের হাতে জমি হস্তান্তর করল প্রশাসন
‘ঢোল রে, ঢোল-ঢোল-ঢোল, আজ থেকে এই জমির মালিক দেবারু মহম্মদ’ বৃহস্পতিবার ঢ্যাঁড়া পিটিয়ে প্রকৃত মালিকের হাতে জ তুলে দেওয়া হল...
Read more