কলকাতা: দাম্পত্য কলহের জেরে স্ত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার অশোকনগরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’বছর আগে এলাকারই এক যুবকের সঙ্গে বিয়ে হয় অশোকনগরের বাসিন্দা ওই তরুণীর। কিন্তু বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি লেগে থাকত। পরবর্তীতে পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে ওই গৃহবধূ তাঁর বাবার বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন। বাবার বাড়িতে থেকেই কাজ করতেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত একই রাস্তা দিয়ে কাজে যেতেন ওই তরুণী। এদিন সকালেও সাইকেলে করে কাজে যাচ্ছিলেন তিনি। প্রাথমিকভাবে অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরে তাঁর স্বামী ওই তরুণীর উপর অ্যাসিড হামলা করে। এদিন সকালে আচমকাই একটি বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন তিনি। অসুস্থতার কথা জানালে তাঁর সামনে যেতেই স্থানীয়রা দেখতে পান তরুণীর হাত, কোমরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। তড়িঘড়ি তাঁকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।