বুনিয়াদপুর: বাইকের সঙ্গে টোটোর সংঘর্ষে গুরুতর জখম দুই যুবক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বংশীহারির শিহল বাস স্ট্যান্ডের কাছে রাজ্য সড়কে। আহতরা হলেন রুহুল আমিন (৩০) এবং নাজমুল ইসলাম (২৬)। দুজনের বাড়ি মহিপাল এলাকায়। জানা গিয়েছে, বুনিয়াদপুর থেকে বাইকে করে তারা বাড়ি ফিরছিলেন। শিহল বাসস্ট্যান্ডের কিছু আগেই রাজ্য সড়কে টোটোর সঙ্গে তাদের ধাক্কা লাগে। টোটোটি শিহল মোড় থেকে বংশীহারির দিকে যাচ্ছিল। চালক হঠাৎ টোটোটিকে উলটো দিকে ঘোরাতে গেলে বাইকের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে বাইকচালক ও আরোহী রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাদের রশিদপুর হাসপাতালে নিয়ে যান। তবে দুজনের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার পর পলাতক টোটোচালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জেনেবুঝেই দুর্ঘটনায় ফেলা হয়েছিল বিমান, বলছে ব্ল্যাক বক্সের তথ্য
বেজিং: মার্চে চিনের দক্ষিণ গুয়াংঝাউয়ের পাহাড়ি এলাকায় ১৩২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছিল একটি বোয়িং ৭৩৭ বিমান। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের...
Read more