বিন্নাগুড়ি: বাইক ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন বাইকচালক। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা নাগাদ বিন্নাগুড়ি (Binnaguri) পুলিশ ফাঁড়ি সংলগ্ন ৩১সি জাতীয় সড়কের উপর। বাইকের গতি এতটাই ছিল যে ছোট গাড়িটির সামনের চাকা ফেটে যায়৷ তবে দুর্ঘটনায় দুটি গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত বাইকচালককে বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ উদ্ধার করে বানারহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও সেখান থেকে তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। জানা গিয়েছে, ছোট গাড়ির চালক ভোট দিতে কোচবিহার থেকে কালিম্পং ফিরছিলেন। গাড়িটি বিন্নাগুড়িতে আসলে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বিন্নাগুড়ির দিক থেকে তেলিপাড়ার দিকে আসা বাইক গাড়ির সামনে তীব্র বেগে ধাক্কা মারে। বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ এসে বাইক ও ছোট গাড়িটি উদ্ধার করে বানারহাট থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : ডালখোলায় ট্রাকের ধাক্কায় বাইকচালকের মৃত্যু