বিন্নাগুড়ি: পুলিশের গাড়ির সঙ্গে শ্রমিক বোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষে জখম দুইজন। শনিবার সকালে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি পুলিশ ফাঁড়ির সামনে ৩১সি জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বীরপাড়া থানা এলাকার গোপালপুর চা বাগান থেকে পিকআপ ভ্যানে করে প্রায় ৩৬ জন শ্রমিক বানারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগানে কাজের জন্য যাচ্ছিল।গাড়িতে গোপালপুর ও দলগাঁও চা বাগানের শ্রমিকরা ছিল। বিন্নাগুড়ি ফাঁড়ির একটি গাড়ি ঘোরানোর সময় দ্রুতগতিতে থাকা পিকআপ ভ্যানটি পুলিশের গাড়ির পিছনে ধাক্কা মেরে ফুটপাথের ওপর উঠে যায়।ঘটনায় দুইজন শ্রমিক আহত হয়। তাদের উদ্ধার করে বানারহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পিকআপ ভ্যানে যতজন শ্রমিক কাজে যাচ্ছিল তাদের বেশিরভাগই স্কুলপড়ুয়া বলে জানা গিয়েছে। স্কুল গরমের ছুটি থাকায় রোজগারের জন্য বাগানের কাজে যাচ্ছিল তারা। পিকআপ ভ্যানটিকে আটক করেছে বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে সুড়ঙ্গ তৈরির কাজে নেমে বিপত্তি, ধসে আটকে ধূপগুড়ির ৫ শ্রমিক