গাজোল: চাকা ফেটে দুর্ঘটনার কবলে মালবোঝাই লরি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গাজোলের টোল প্লাজা সংলগ্ন এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক ও খালাসি। জানা গিয়েছে, মালদা থেকে মালবোঝাই লরিটি ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। সেই সময় লরির একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। স্থানীয়রাই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। যদিও তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে গাজোল থানার পুলিশ।
আরও পড়ুনঃ মানিকচকে মোবাইলের ব্যাটারি ফেটে জখম শিশু