ঘোকসাডাঙ্গা: মাথাভাঙ্গা ২ ব্লকের অন্তর্গত ঘোকসাডাঙ্গার (Ghoksadanga) সতিশ রায়ের হাট এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় জখম হলেন দুইজন। জখমরা হলেন দিনহাটার গলাকাটার বাসিন্দা জরুল হক (৪৫) ও কোচবিহারের কলাবাগানের উত্তম লোধ (৩৭)। জানা গিয়েছে, শুক্রবার কোচবিহার থেকে গম ও ধান বোঝাই দুটি গাড়ি ফালাকাটার দিকে যাচ্ছিল। সেইসময় দুটি ট্রাক একে অপরকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অপর ট্রাকটি রাস্তার পাশে একটি ব্রিজের রেলিংয়ে আটকে থাকে। খবর পেয়েই স্থানীয়রা সেখানে পৌঁছে চালক এবং সহ চালককে গাড়ি থেকে বার করেন। আহতরা বর্তমানে কোচবিহার এম.জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরই রাস্তায় যানজট লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন : সরকারি হাসপাতাল মশার আঁতুড়ঘর, কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ