কিশনগঞ্জ: গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন দুই ভাই। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে কিশনগঞ্জ জেলার ঠাকুরগঞ্জের ৩২৭ ই জাতীয় সড়কে স্থানীয় মেনগল চকের কাছে। জখমদের নাম জুনেদ আলম (২৫) ও মনজর আলম (২৩)। বাড়ি ঠাকুরগঞ্জের জীৱনগছ গ্রামে। জানা গিয়েছে, এদিন একটি চার চাকার গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরে স্থানীয়রা ও এসএসবি-র জওয়ানরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকেই কিশনগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনায় জুনেদের একটি পা বাদ গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও গাড়িটিকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: রায়গঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ধৃত টোটোচালক