কিশনগঞ্জ: জাতীয় সড়কে ছোট গাড়ি এবং বাইকের সংঘর্ষে গুরুতর জখম হলেন দুই ব্যক্তি। সোমবার কিশনগঞ্জের নেপাল সীমান্তের সুখানি থানা এলাকার ৩২৭ ই জাতীয় সড়কে গম্ভীরগড় গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। জখম ব্যক্তিদের নাম প্রকাশ কুমার সিং ও চামারু রাম। তাঁরা পাশের গ্রাম তেঘড়ির বাসিন্দা বলে খবর। জানা গিয়েছে, এদিন দুপুরে শিলিগুড়ির দিক থেকে পোয়াখালির দিকে আসা একটি দ্রুতগামী ছোট চার চাকার গাড়ি বাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে। স্থানীয়রাই গাড়িটিকে আটক করে ও চালক সহ পুলিশের হাতে তুলে দেয়। দুর্ঘটনায় বাইক আরোহী দুই ব্যক্তি গুরুতর জখম হন। পুলিশ এসে আহতদের উদ্ধার করে কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
আরও পড়ুনঃ হরিশ্চন্দ্রপুরে পুলিশের জালে ৬ জুয়াড়ি