বুনিয়াদপুর: দোকান থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে মালবোঝাই লরির ধাক্কায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বংশীহারি দৌলতপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কে। জখম হয়েছেন এলাকার ব্যবসায়ী খোকন ঠাকুর (৩৬)। জানা গিয়েছে, এদিন তিনি দুপুরে দোকান থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় মালদা (Malda) থেকে বুনিয়াদপুরের দিকে যাচ্ছিল একটি মালবোঝাই লরি। খোকনবাবুর কাছাকাছি আসতেই লরির সামনের চাকা ফেটে যায়। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে খোকনবাবুকে ধাক্কা মেরে সোজা একটি ড্রেনে গিয়ে মুখ থুবড়ে পড়ে।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা খোকনবাবুকে উদ্ধার করে প্রথমে রশিদপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে গঙ্গারামপুরে নিয়ে যাওয়া হয়। মাথা ও পায়ের আঘাত গুরুতর হওয়ায় তাকে গঙ্গারামপুর থেকে মালদা মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক লরির চালক। পুলিশ ক্রেন দিয়ে গাড়িটিকে তুলে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্তে বংশীহারি থানার পুলিশ।
আরও পড়ুন : যুবককে অপহরণ! ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার তিন অভিযুক্ত