সিতাই: সিতাইয়ের ভাঙা নেতাজি সেতুতে(Netaji Bridge) ভয়াবহ দুর্ঘটনা। জলে পড়ে মৃত্যু একজনের। গুরুতর জখম আরও একজন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত দশটা নাগাদ সিতাই ব্লকের গিরিধারী বাজারের সামনে ভেঙে পড়ে থাকা নেতাজি সেতুর উপর দিয়ে একজন আরোহী সহ বাইকচালক যাচ্ছিলেন। সেইসময় দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় বাইকে থাকা একজন প্রথমে সেতুর নীচে জলে পড়ে নিখোঁজ হয়। অপরজনকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় স্বাস্থকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে সিতাই থানার পুলিশ পৌঁছোয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথ চেষ্টায় জলে থেকে মৃত অবস্থায় ভুট্টু মিঞা নামের ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। তিনি দিনহাটার নাজিরহাটের বাসিন্দা ছিলেন। জখম ব্যক্তির নাম বাপি বর্মন।
প্রসঙ্গত, নেতাজি সেতু দীর্ঘ কয়েক বছর ধরে ভেঙ্গে পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা বারবার সেতু পুনর্নির্মাণের দাবি তুললেও প্রশাসন পদক্ষেপ করছে না বলে অভিযোগ। পাশাপাশি ভেঙে পড়ে থাকা সেতু রাস্তার উপর উন্মুক্ত অবস্থায় থাকায় রাতের অন্ধকারে এই দুর্ঘটনা ঘটে গেল বলে বাসিন্দারা মনে করছেন। ঘটনার তদন্তে নেমেছে সিতাই থানার পুলিশ।
আরও পড়ুনঃ সিতাইয়ে পথ দুর্ঘটনায় মৃত ১