তপন: প্রাতর্ভ্রমণে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তপন থানার চৌমনি এলাকায়। মৃতের নাম তমিজ মোল্লা(৬০)। তাঁর বাড়ি তপন থানার ক্ষীরোট্টা এলাকায়। জানা গিয়েছে, পেশায় কৃষক তমিজ প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। সে সময় চৌমনি এলাকায় পেছন থেকে একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বেশকিছু সময় পর বিষয়টি পথচলতি মানুষজনের নজরে আসে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তপন গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তমিজের। তপন থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট(Balurghat) সদর হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরপর তিনটে গাড়ির সংঘর্ষ, দুর্ঘটনা ঘিরে রহস্য
কুশমন্ডিঃ মাঝ রাতে পরপর তিনটি গাড়ির সংঘর্ষে কেঁপে উঠলো এলাকা। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে কুশমন্ডি (Kushmandi) ব্লকের মহিপাল চৌরঙ্গী এলাকায়।...
Read more