বর্ধমান ১৯ অক্টোবরঃ ছোট গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়েছেন মৃত যুবকের দুই বন্ধু । শনিবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের পাটনা মোড় এলাকায়। মৃত যুবকের নাম মিরাজ শেখ (২০)। জখমরা হলেন আসাদ শেখ ও মুন্না শেখ। তিনজনই ভাতারের পাটনা গ্রামের বাসিন্দা। তারা ভাতার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। দুর্ঘটনার জেরে বেশকিছু সময়ের জন্য বর্ধমান কাটোয়া রোডে থমকে যায় যানবাহন চলাচল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিরাজ, আসাদ এবং মুন্না, বাইক করে প্রাইভেট পড়তে যাচ্ছিল। সেইসময় বিপরীত দিক থেকে দ্রত গতীতে আসা একটি ছোট গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তার উপর ছিটকিয়ে পড়ে তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিরাজ শেখের । পুলিশ ও স্থানীয় মানুষজন জখম দুই বাইক আরোহী মুন্না শেখ ও আসাদ শেখকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পরেই গাড়ি রেখে পালিয়ে যায় চালক। পুলিশ বাইক এবং গাড়িটি আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।