দেওয়ানহাট, ২৯ জানুয়ারিঃ দুর্ঘটনার কবলে পড়ল গোরুবোঝাই গাড়ি। বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটে দেওয়ানহাট গারোপাড়ার কাছে কোচবিহার-দিনহাটা রাজ্য সড়কে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক থেকে পাশের নীচু জমিতে নেমে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা চারটি গোরু মারা যায়। গাড়ির চালক মৃত গোরুগুলিকে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। পরবর্তীতে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত গোরুগুলি উদ্ধার করে। পাশাপাশি চালক সহ গোরুবোঝাই অপর একটি গাড়িকে আটক করা হয়। এলাকাবাসী জানান, এই গাড়িগুলি পাচারের সঙ্গে যুক্ত রয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
জলপাইগুড়িতে এটিএম ভেঙে চুরির ঘটনায় গ্রেপ্তার আইনজীবী
জলপাইগুড়ি: মালকানি এলাকায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে চুরির ঘটনায় এক আইনজীবীকে গ্রেপ্তার করল পুলিশ। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কৃত...
Read more