ধূপগুড়ি: বেহাল সড়কে ফের দুর্ঘটনা। মঙ্গলবার বিকেলে ধূপগুড়ি (Dhupguri) ব্লকের ঝুমুর এলাকায় ট্যাঙ্কারের পেছনে ছোট গাড়ি ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারে। ঘটনা কেউ তেমন ভাবে আহত না হলেও ছোট গাড়ি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার জেরে এশিয়ান হাইওয়ে রবং জাতীয় সড়কে যানজট তৈরি হয়। পরে ট্রাফিক গার্ডের আধিকারিকরা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। অন্যদিকে এদিন সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের লাল স্কুল এলাকায় অপর আরও একটি দুর্ঘটনা ঘটে। অভিযোগ, রাস্তা পার হওয়ার মূহুর্তে ট্যুরিস্ট বাস এক ব্যক্তিকে ধাক্কা মেরে জলপাইগুড়ির দিকে পালিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: Nagrakata | বর্ষায় বিদ্ধংসী এক ডজনেরও বেশি নদী, ক্ষতির মুখে চা বাগান