সমীর দাস, কালচিনি : চাল বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়ল। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে ৩১সি জাতীয় সড়কের নিমতি দোমোহনির রাসমেলা ময়দান সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জাতীয় সড়কে হাসিমারার দিক থেকে অসমের দিকে যাওয়া একটি চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অগভীর খাদে উল্টে যায়। ঘটনায় ট্রাক চালক ও তার সহকারী সামান্য জখম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালচিনি থানার অধীন নিমতি ফাঁড়ির পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, বৃষ্টিতে রাস্তা ভেজা থাকায় সম্ভবত ট্রাকটি নিয়ন্ত্রণ করতে পারেননি ট্রাকচালক।
কালচিনি থানার ওসি অভিষেক ভট্টাচার্য বলেন, দুর্ঘটনাগ্ৰস্থ ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক থেকে পড়ে যাওয়া চালের বস্তা উদ্ধার করা হচ্ছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। অন্যদিকে সাত সকালে পণ্যবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।