মস্কো,১৭ জুনঃ বিশ্বকাপের সময় রাশিয়ার রাজধানী মস্কোতে পথ দুর্ঘটনায় আহত আটজন। শনিবার রাতে মস্কোর কেন্দ্রে একটি ফুটপাতে দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিদের মধ্য মেক্সিকোর দুজন ফুটবলভক্ত রয়েছেন বলে জানা গিয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তবে কয়েকজন পথচারী তাঁকে আটকে ফেলেন। মস্কো পুলিশের এক আধিকারিক জানান, ২৮ বছর বয়সী ওই চালক কিরগিজস্তানের বাসিন্দা। তাঁকে পুলিশ গ্রেফতার করেছে।
যে এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটেছে, তা ক্রেমলিন ও রেড স্কয়ারের খুব কাছে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ওই এলাকা এখন পর্যটকে ভরতি। এরমধ্যে এই দুর্ঘটনা কিছুটা হলেও ভয়ের সৃষ্টি করছে ফুটবলপ্রেমিদের মনে।
- Advertisement -