বুনিয়াদপুর: লরির সঙ্গে বাইকের ধাক্কায় আহত বাইক আরোহী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদা বালুরঘাট ৫১২ জাতীয় সড়কে বংশীহারি টাঙ্গন ব্রিজের উপর। আহত বাইক আরোহীর নাম শাহজাহান আলি (৪০)। বাড়ি বংশীহারির এলাবাদ গ্রাম পঞ্চায়েতের বরখইর গ্রামে। জানা গিয়েছে, এদিন বুনিয়াদপুর যাবার পথে টাঙ্গন ব্রিজের উপর লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। পুলিশ ও স্থানীয়রা আহত ব্যক্তিকে স্থানীয় রশিদপুর হাসপাতালে নিয়ে যায়। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগায় প্রাথমিক চিকিৎসার পর শাহজাহানকে মালদা মেডিকেলে পাঠানো হয়। পুলিশ গাড়ি দুটিকে থানায় নিয়ে আসে। যদিও পলাতক লরির চালক। ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ।
আগুনে ভস্মীভূত পাঁচটি বাড়ি, ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস বিধায়কের
চাঁচল: আগুনে ভস্মীভূত পরপর পাঁচটি বাড়ি। শুক্রবার দুপুরে চাঁচল-২ ব্লকের ধানগাড়া-বিষণপুর পঞ্চায়েতের শোলমারি গ্রামে একটি বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে...
Read more