কলকাতা: দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। সোমবার পূর্ব মেদিনীপুরের পিছাবনির কাছে নয়ানজুলিতে বাস উলটে যায়। জানা গিয়েছে, ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল কুকড়াহাটি-দিঘা রুটের বাসটি পিছাবনি বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। আহত যাত্রীদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার পুলিশ। এদিকে দুর্ঘটনার জেরে ১১৬ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বাসে যান্ত্রিক ত্রুটির জেরেই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।