ডিজিটাল ডেস্ক : আফগানিস্তান (Afganisthan) দখল করার পর থেকেই তালিবানরা তাঁদের স্বরূপ প্রকাশ করে চলেছে। কার্যত তালিবানি ফতোয়ার চাপে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে সে দেশের মহিলারা। আর এবার তালিবানি কোপ এসে পড়েছে আফগানিস্তান খবরের চ্যানেলগুলিতে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই তালিবানের শীর্ষনেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নির্দেশ দিয়েছিলেন, জনসমক্ষে মেয়েদের মুখ বোরখা দিয়ে ঢেকে রাখতে হবে। আর সেই আবহে খবরের চ্যানেলগুলির সঞ্চালিকাদেরও একইভাবে মুখ ঢাকার নির্দেশ দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে সে নির্দেশ অনেকেই মানছিলেন না। কিন্তু চাপের মুখে অবশেষে নতি স্বীকার করে বেশিরভাগ সঞ্চালিকা। তাঁরা রবিবার মুখ ঢেকেই খবর পড়লেন। একাধিক সঞ্চালিকা ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁরা প্রতিরোধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা চাপের কাছে নতি স্বীকার করেন। একইভাবে নামজাদা এক সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তাঁদের জোর করে এই ফরমান কার্যকর করা হচ্ছে। সব মিলিয়ে সারা বিশ্বজুড়ে সমালোচনা চলছে তালিবানি ফতোয়া নিয়ে।
আরও পড়ুন : কোয়াড বৈঠকে যোগ দিতে এই মুহূর্তে জাপানে প্রধানমন্ত্রী মোদি