ক্রান্তি, ৪ জানুয়ারিঃ ক্রান্তির কাঠামবাড়ি রেঞ্জ অফিসে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ক্যানেল বস্তির মোট ১১ জনের বিরুদ্ধে ক্রান্তি পুলিশ ফাঁড়িতে বন বিভাগের আপালচাঁদ রেঞ্জ কর্তৃপক্ষের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে পুলিশ।
জানা গিয়েছে, গতকাল রাতে ক্যানেল বস্তিতে স্থানীয় নুরজাহান বেগম নামে এক মহিলার ঘর ভেঙে দেয় হাতি। খবর পেয়ে বিভাগীয় কর্মীরা সেখানে গেলে এলাকার বাসিন্দারা পাথর ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে পালিয়ে যান তাঁরা। আপালচাঁদ রেঞ্জ কর্তৃপক্ষের তরফে জানানো হয়, রাত এগারোটা নাগাদ ওই ঘটনার পরই হামলার ঘটনাটি ঘটে। যদিও ক্যানেল বস্তির বাসিন্দারা অভিযোগ অস্বীকার করেন। তাঁরা জানান, বন দপ্তরের কর্মীরা খবর পেয়েও হাতি তাড়াতে সেখানে আসেননি। তাই গাড়ি ভাঙচুর করার প্রশ্নই ওঠে না। সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। বন দপ্তরের কর্মীরা না আসায় এলাকাবাসীরা হাতিটিকে তাড়িয়ে জঙ্গলে ফিরিয়ে দেন। তারপর আর কিছু ঘটেছে কিনা তাঁরা জানেন না। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ। এই বিষয়ে ক্রান্তি ফাঁড়ির ওসি দিলীপ সরকার জানান, অভিযুক্তদের মধ্যে এখনও কাউকে ধরা যায়নি। অভিযান চলছে।