বর্ধমান, ১৮ জানুয়ারিঃ ছেলেকে সহ গৃহবধূকে খুনের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হল যুবক। ধৃতের নাম সঞ্জয় শী। ধৃত পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার গোন্না গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার রাতে বাড়ি থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ সোমবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে ।
এদিনই পুলিশ পঞ্চম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে গৃহবধূর গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে। পাশাপাশি ধৃতের মেডিকেল পরীক্ষা করানোর জন্যও আদালতে আবেদন জানিয়েছেন তদন্তকারী অফিসার। বিচারক ধৃতকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বছর উনত্রিশের ওই গৃহবধূর শ্বশুরবাড়ি গেন্না গ্রামেই। কর্মসূত্রে তাঁর স্বামী বাইরে থাকেন। বছরখানেক আগে প্রথম ঘটনাটি ঘটে। ঘটনার দিন দুপুরে ছেলেকে নিয়ে ঘরে ঘুমোচ্ছিলেন গৃহবধূ। বাড়িতে আর কেউ ছিলেন না। অভিযোগ, সেই সময় ঘরে ঢুকে মুখ টিপে ধরে সঞ্জয় গৃহবধূকে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে না জানানোর জন্য যুবক গৃহবধূকে হুমকি দেয়। কাউকে জানালে তাঁকে ও ছেলেকে খুন করা হবে বলেও গৃহবধূকে ধমকি দেয় সঞ্জয়। ভয়ে গৃহবধূ এতদিন কাউকে কিছু জানাতে পারেননি।
একইভাবে বেশ কয়েকবার গৃহবধূকে অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ। বুধবার রাতে ঘরে এসে যুবক ফের গৃহবধূকে ধর্ষণ করতে যায়। গৃহবধূ বাধা দেন। তখন গৃহবধূকে ব্লেড দিয়ে গলার নলি কেটে মেরে ফেলার হুমকি দেয় সঞ্জয়। স্বামী বাড়ি ফেরার পর, গৃহবধূ ঘটনার কথা তাঁকে জানান। তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। সেইমতো গৃহবধূ রবিবার আউসগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ যুবকে গ্রেপ্তার করে।