ডিজিটাল ডেস্কঃ চলছিল সরস্বতী পুজোর বিসর্জন। আর তাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, বিহারের
পাটনায় (Patna) সরস্বতী পুজো হয়েছিল এবং সেই পুজোর পর প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছিল। আর সেই বিসর্জনের শোভাযাত্রায় চলল গুলি। গুলি লেগে মৃত্যু হল এক তরুণের। পুলিশি সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় বাজছিল ডিজে।
নাচতে নাচতে শোভাযাত্রা যখন এগিয়ে যাচ্ছিল, তখন আরও উদ্দীপনা তৈরি করার জন্য হঠাৎই এক ছাত্র বন্দুক বার করে গুলি চালাতে শুরু করে। আর সেই গুলিতেই মৃত্যু হয় এক তরুণের। জানা গিয়েছে, মৃতের নাম ধীরাজ। জাহানাবাদের বাসিন্দা এই তরুণ পড়াশোনার জন্য থাকতো পাটনায়। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত ছাত্র। পুরো ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। একইসাথে অভিযুক্ত ছাত্র কিভাবে বন্দুক জোগাড় করল, সেই বিষয়টি নিয়েও খোঁজ নিতে শুরু করেছে পুলিশ।