গঙ্গারামপুর: দাদুকে খুনের অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গঙ্গারামপুর (Gangarampur) থানার সুকদেবপুর ভগবানপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গৌরলাল সরকার (৮৭)। ঘটনায় গঙ্গারামপুর থানার পুলিশ অভিযুক্ত নাতি অমরেশ সরকার ও নাতবউ প্রমিলা সরকারকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার সুকদেবপুর ভগবানপাড়ার বাসিন্দা গৌরলাল সরকার। গৌরবাবুর ছেলে না থাকায় মেয়ের ছেলেকে তাঁর কাছে রেখে লেখাপড়া শিখিয়েছেন। বিয়ে দিয়েছেন। নাতি ও নাতবউকে নিয়ে তাঁর সংসার। বয়সজনিত কারণে গৌরবাবু চলাফেরা করতে পারতেন না। গত শুক্রবার নাতি ও নাতবউ বোল্লাপুজোয় যায়। শনিবার দুপুরে তারা বাড়ি ফিরে এসে এলাকার মানুষজনকে জানায় গৌরবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে। বিষয়টি জানাজানি হতে এলাকার মানুষের মধ্যে ব্যাপক শোরগোল পড়ে যায়। শনিবার অভিযুক্ত নাতি গঙ্গারামপুর থানায় নিখোঁজের অভিযোগ করে। বৃদ্ধকে কোথাও খুঁজে না পেয়ে গ্রামবাসীরা বুধবার থানার দ্বারস্থ হয়। এরপরেই পুলিশ তদন্ত শুরু করে। বৃহস্পতিবার বৃদ্ধের দেহ বাড়ির পাশে ডোবা থেকে উদ্ধার হয়। ঘটনায় নাতি ও নাতবউ-এর বিরুদ্ধে দাদুকে খুনের অভিযোগ তুলে সরব হয় গ্রামবাসীরা। খবর পেয়ে গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। র্যাফ নামানো হয়। অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন : হাইওয়েতে গাড়ির ধাক্কায় মৃত বাইকচালক