মোথাবাড়ি: সর্বভারতীয় পুলিশ মেডেল পেলেন মোথাবাড়ি থানার এসআই ওমর ফারুখ। অপরাধ দমনে অসামান্য অবদানের জন্য গোটা দেশে বাছাই করা পুলিশকর্মীদের প্রজাতন্ত্র দিবসে এই পুরস্কার প্রদান করা হয়। দেশের রাষ্ট্রপতি পুলিশকর্মীদের এই পুরস্কার প্রদান করে থাকেন। পুলিশের কাজে বিশেষ অবদানের জন্য পিএমজি (পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি), পিপিএম(প্রেসিডেন্টস পুলিশ মেডেল) এবং পিএম(পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস) এই তিন ধরনের পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবছর কোভিড পরিস্থিতিতে এই পুরস্কার প্রাপকের তালিকা বের হলেও পুরস্কৃতরা কেউ রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার সরাসরি নিতে পারছেন না। এই খবর জানার পর গতকাল রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও বিডিও রমল সিং বিরদি প্রজাতন্ত্র দিবসে ওমর ফারুককে সংবর্ধিত করেছেন।
ওমর ফারুখ তার ২১ বছরের চাকরি জীবনে এখনও পর্যন্ত জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষ অবদানের জন্য ৯৬ টি পদক পেয়েছেন। ২০১৬ সালে মালদার তৎকালীন পুলিশ সুপার অর্ণব ঘোষ তাঁকে মালদা জেলায় হিরো অফ দ্য ইয়ার ঘোষণা করেছিলেন। প্রাক্তন পুলিশ সুপার অলোক রাজোরিয়া ২০২১ সালে তার নাম পুলিশ মেডেল পুরস্কারের জন্য সুপারিশ করেন। সেই ভিত্তিতে তার নাম পুরস্কারের জন্য মনোনীত হয়। পুরস্কার পেয়ে আপ্লুত ওমর ফারুখ জানান, এই পুরস্কার তাঁর দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, এই জেলা থেকে দুই পুলিশ আধিকারিক পুলিশ মেডেলের জন্য মনোনীত হয়েছেন। এতে অন্যান্য পুলিশ কর্মীরা অনুপ্রাণিত হবেন।
আরও পড়ুন: স্কুল খোলার দাবি নিয়ে সাগর থেকে পাহাড় সাইকেল যাত্রায় শিক্ষক