নয়াদিল্লি: ২০০২ সালে গুজরাত(Gujarat) দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদিকে(Narendra Modi) জড়িয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। সমাজকর্মী তিস্তা শেতলবাদকে(Activist Teesta Setalvad)আটক করল গুজরাত পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী স্কোয়াড (এটিএস)। শনিবার বিকেলে বাড়ি থেকে তাঁকে আটক করে সান্তাক্রুজ থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে তাঁকে আহমেদাবাদে নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি, আইপিএস অফিসার সঞ্জীব ভাট এবং গুজরাতের প্রাক্তন ডিজিপি আরবি শ্রীকুমারের বিরুদ্ধে আগেই জাল নথি তৈরি করে ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেছিল আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। এদিন কুমারকেও আটক করেছে এটিএস। এদিন এফআইআর করা হয় তিস্তার বিরুদ্ধে।
শুক্রবারই গুজরাত দাঙ্গা নিয়ে তাঁদের রায়ে সুপ্রিম কোর্ট(Supreme Court) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দেয়। সেই রায়েই সর্বোচ্চ আদালত বলে, নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগ সাজানোতে তিস্তার ভূমিকা নিয়ে তদন্ত হওয়া উচিত। শনিবার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা নাম না করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে একহাত নেন। তিনি বলেন, ‘এরাই প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে মামলা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল।’