বীরপাড়া: ওভারলোডিং বন্ধে তৎপর হল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার পুলিশ। বুধবার দুপুরে ট্রাক, ডাম্পার থেকে শুরু করে টোটোরিকশা ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পুলিশ সাফ জানাল, কোনওভাবেই আর ওভারলোডিং বরদাস্ত করা হবে না। বিধি ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হঠাৎ পুলিশের এমন তৎপরতায় কিছুটা হলেও হতচকিত অনেকেই। এর কারণ নিয়েই শুরু হয়েছে জল্পনা। তবে নির্ভরযোগ্য সূত্রের খবর, ‘দিদিকে বলো’ নম্বরে অভিযোগ জমা পড়তেই ওপরমহল থেকে বীরপাড়ায় ওভারলোডিং বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসেছে। অবশ্য বীরপাড়া থানার ওসি প্রেমকুমার থামি বলেন, ‘ওভারলোডিং রুখতে দীর্ঘদিন ধরে জরিমানা করা হচ্ছে। বুধবার ফের বিষয়টি গাড়ির মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি বিধি ভেঙে পণ্য পরিবহন করা হলে টোটোরিকশাকেও রেয়াত করা হবে না।’
প্রসঙ্গত, হাইওয়ে তো বটেই, বীরপাড়া থানার সামনে দিয়েই লঙ্কাপাড়া রোড ধরে বছরের পর বছর ধরে চলছে ট্রাক, ডাম্পারে মাত্রাতিরিক্ত পণ্য পরিবহন। ট্রাক ডাম্পারের ডালা উপচে পড়ে বোঝাই করা বালি, বজরি, বোল্ডার, ডলোমাইট। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে। মাত্রাতিরিক্তভাবে বোঝাই করা বালি, বজরি, ডলোমাইট একাধিকবার মালবাহী গাড়ির ডালা খুলে গিয়ে পড়েছে অন্য গাড়ির ওপর। স্থানীয়দের অভিযোগ, ওভারলোডিং বন্ধে উল্লেখযোগ্য কোনও পদক্ষেপই করেনি পুলিশ। তবে পুলিশের বক্তব্য, এ ধরনের যানবাহনের বিরুদ্ধে বরাবরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছিল। তবে এবার পদক্ষেপ আরও কড়া হবে। বীরপাড়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উৎপল, ডাম্পার অ্যাসোসিয়েশনের সম্পাদক যোগেশ রাই প্রমুখ জানান, তাঁরা বরাবরই ওভারলোডিংয়ের বিরুদ্ধে।