উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টলিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের করোনা সংক্রমণ ধরা পড়েছে। সংক্রামিত হওয়ার বিষয়টি রবিবার অভিনেতা নিজেই টুইটে জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, ‘জীবনে কোনও কিছুই নিশ্চিত নয়, এটা ফের প্রমাণিত হল। প্রোডাকশন টিমের তরফে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা করা হয়েছিল। সুরক্ষা বলয়ের মধ্যে আমি ও অন্য সহকর্মীরা কাজ করেছি। কিন্তু তারপরও আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।’
— Abir Chatterjee (@itsmeabir) December 20, 2020
অনুরাগীদের আশ্বস্ত করে আবীর চট্টোপাধ্যায় টুইটে আরও লিখেছেন, ‘রিপোর্ট পজিটিভ এলেও আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি। তবে কোনও গন্ধ পাচ্ছি না। বর্তমানে আইসোলেশনে রয়েছি। খুব শীঘ্রই পরিবারের সদস্যরাও কোভিড টেস্ট করাবেন। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের লালার নমুনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি। আপনাদের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।’