উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনলাইনে প্রতারণার শিকার বলিউড অভিনেতা অন্নু কাপুর(Annu Kapoor)। একটি বেসরকারি ব্যাংকের কেওয়াইসি তথ্য নথিভুক্ত করতে গিয়েই অনলাইনে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিয়ে ৪ লক্ষ ৩৬ হাজার টাকা খুইয়েছেন তিনি। যদিও পুলিশের সাহায্যে বেশির ভাগ টাকা ফিরে পেয়েছেন অভিনেতা।
অন্নু কাপুর জানান, ব্যাংকের কর্মচারীর পরিচয় দিয়ে তাঁর কাছে এক অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে জানানো হয়, অভিনেতার কেওয়াইসি ফর্মটি আপডেট করা প্রয়োজন।সেই জন্য তাঁর অ্যাকাউন্ট নম্বর সহ আরও কিছু তথ্য চায় ওই ব্যক্তি। এর জন্য তাঁর মোবাইলে যে ওটিপি আসে, সেটিও ওই ব্যক্তিকে জানিয়ে দেন অভিনেতা। সঙ্গে সঙ্গে মোট ৪ লক্ষ ৩৬ হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়। প্রথমে বিষয়টি জানতেই পারেননি অন্নু। ব্যাংক থেকে অভিনেতাকে ফোন করে এই বিপুল টাকা লেনদেনের কথা জানানো হয়।সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন অভিনেতা। ৩ লক্ষ ৮ হাজার টাকা ফিরে পাবেন বলেও তাঁকে জানিয়েছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।