ডিজিটাল ডেস্কঃ পর্দায় সত্যজিৎ রায়ের চরিত্রে কিছুদিন আগেই দেখা গিয়েছে জিতু কমলকে(Jeetu Kamal )। আর সেই সূত্রে জিতু কমল রাজ্যে এই মুহূর্তে পরিচিত মুখ। কিন্তু সেই জিতু কমলকে এবং তাঁর স্ত্রী নবনীতাকে রীতিমতো পুলিশি হয়রানির মুখে পড়তে হলো। আর তাই নিয়েই সোশ্যাল মিডিয়ার সরব হয়েছেন জিতুর স্ত্রী নবনীতা। ঘটনার সূত্রপাত জিতু-নবনীতার গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে। জানা গিয়েছে, নিমতা মাঝেরহাটে বৃহস্পতিবার দুপুরে যখন জিতু এবং নবনীতা যাচ্ছিলেন তাঁদের নিজস্ব গাড়িতে, তখন তাঁদের গাড়িতে একটি পণ্যবাহি গাড়ি এসে ধাক্কা মারে। আর এরপরেই অভিযোগ উঠেছে, জিতু কমলের গাড়ির চালক ওই পণ্যবাহী গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে তাঁকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়।
এরপর আর সময় নষ্ট করেননি অভিনেতা-অভিনেত্রী। তাঁরা সোজা থানায় এসে অভিযোগ জানান। কিন্তু সেখানে তাঁদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এই সময় তাঁরা দেখেন যে তাঁদের গাড়ির ড্রাইভারকে ওই পণ্যবাহী গাড়ির ড্রাইভাররা রীতিমতো হেনস্থা করছে। সে সময় তাঁরা নিজেদের ড্রাইভারের পাশে দাঁড়াতে গেলে অভিনেত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিতু কমলের স্ত্রী নবনীতা প্রকাশ্যে এনেছেন। এবং তিনি জানিয়েছেন, পুলিশের সামনেই তাঁদের রীতিমত হেনস্থা করা হয়েছে। পুলিশ কোন পদক্ষেপ নেয় নি। খুব স্বাভাবিকভাবেই এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা। এবং প্রশ্ন উঠছে রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাটি যে রাজ্যে বিতর্কের সৃষ্টি করবে তা নিঃসন্দেহে বলা যায়।
আরও পড়ুনঃ অভিনেতা মনোজ বাজপেয়ীর মা প্রয়াত