চালসা: এবার কি ডুয়ার্সের প্রেমে পড়লেন বলিউড অভিনেতা পংকজ ত্রিপাঠি (Pankaj Tripathi) ! কথায় আছে, ডুয়ার্সে একবার যে আসবে সে তার মায়ায় পড়ে যাবে। বারবার ঘুরেফিরে মন ছুটবে ডুয়ার্সের উদ্দেশে। পর্যটকদের কাছে ডুয়ার্সের নদী, জঙ্গল, পাহাড় সবই আকর্ষণীয়। আর ডুয়ার্সের এই মায়াবী সৌন্দর্যের টানে এক নয়, একাধিকবার ছুটে আসেন পর্যটকরা। এবার সেই তালিকায় যোগ হল বিখ্যাত এই বলিউড অভিনেতার নাম।
মাস কয়েক আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘শেরদিল-দ্য পিলভিট সাগা’ সিনেমার শুটিং হয় মেটেলি ব্লকে। শুটিংয়ের জন্য চালসার খারিয়ার বন্দর জঙ্গল সহ মেটেলির বিডিও অফিসকেও বেছে নেওয়া হয়। শুটিংয়ের ফাঁকে পংকজ ত্রিপাঠি গরুমারার জঙ্গল ও পর্যটনকেন্দ্র মূর্তিতেও যান। এক মাস ধরে এই এলাকায় শুটিং চলে। সিনেমার শুটিং সেরে যাওয়ার পর সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ডুয়ার্সে আরও একবার ঘুরতে আসতে চান। পংকজ ত্রিপাঠি জানান, ডুয়ার্সের গরুমারা জঙ্গল, মূর্তির সৌন্দর্য অপরূপ। মন ছুঁয়ে গিয়েছে। সেই সাক্ষাৎকারে গরুমারার জঙ্গল এবং মূর্তির নাম উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: Mir is not in Mirch | মির্চিতে নেই মীর, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন ‘সকালম্যান’