ডিজিটাল ডেস্ক : আর মাধবন, একাধিক জনপ্রিয় ছবির সাথে তাঁর নাম জড়িয়ে আছে। এহেন আর মাধবনকে নিয়ে এবার শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রসঙ্গত সম্প্রতি ‘রকেট্রি : দ্য নাম্বি এফেক্ট’ (Rocketry : The Nambi Effect) এর প্রমোশনে গিয়েছিলেন আর মাধবন। আর সেখানেই তিনি বিতর্কিত মন্তব্য করে বসেন। কার্যত আর মাধবন বলেন, মহাকাশে মঙ্গলযান পাঠিয়েছিল ইসরো হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী। আর তারপরেই শুরু হয়ে যায় অভিনেতাকে নিয়ে ব্যাপক কটাক্ষ। অন্যদিকে এই কটাক্ষ নিয়ে এবার মুখ খুললেন আর মাধবন। তিনি টুইটে জানালেন, তিনি সমালোচনার যোগ্য। ট্রলিংয়ের জবাব দিতে গিয়ে মাধবন জানিয়েছেন, তিনি অ্যালমানাককে তামিল ভাষায় ‘পঞ্চং’ বলার জন্য সমস্যা তৈরি হয়েছে। এটাই তাঁর প্রাপ্য। একইসাথে তিনি নিজের ছবি প্রচারে বলেন, বিকাশ ইঞ্জিন একজন রকস্টার। স্বাভাবিকভাবেই আর মাধবনকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা তাঁর নতুন ছবির ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে কিনা সেদিকে থাকছে ফিল্ম বিশেষজ্ঞদের নজর।
আরও পড়ুন : সলমন খানের ‘টাইগার ৩’ ছবিতে ক্যামিও করছেন শাহরুখ খান