উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেতা হিসেবে ছোটপর্দা ও বড়পর্দা দুই জায়গাতেই জনপ্রিয়তা রয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এবার পরিচালনা জগতে হাতেখড়ি হতে চলেছে অভিনেতার। ‘কলকাতা ৯৬’ ছবিতে পরিচালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা। ওই ছবিতে খুদে সদস্যর চরিত্রে অভিনয় করবে রাহুলের ছেলে সহজ।
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার এক পরিবারের তিনদিনের ঘটনা দেখা যাবে এই ছবিতে। তিনটে দিন যা ঘটে যায়, তাই দেখানো হবে। পাশাপাশি ১৯৯৬ সালে ২২ জুন সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসে সেঞ্চুরি করেছিল। যা বাঙালির আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিল। এই ছবিতে এই ঘটনা অনুঘটকের মতো কাজ করবে। এমনটাই জানিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ এবার ‘পোস্ত’র হিন্দি রিমেক, পরিচালনায় শিবপ্রসাদ-নন্দিতা