মুম্বই: ভারতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা রজনীকান্ত। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে এই কথা ঘোষণা করেছেন।
Happy to announce #Dadasaheb Phalke award for 2019 to one of the greatest actors in history of Indian cinema Rajnikant ji
His contribution as actor, producer and screenwriter has been iconic
I thank Jury @ashabhosle @SubhashGhai1 @Mohanlal@Shankar_Live #BiswajeetChatterjee pic.twitter.com/b17qv6D6BP
— Prakash Javadekar (@PrakashJavdekar) April 1, 2021
- Advertisement -
টুইটে তিনি লিখেছেন, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা রজনীকান্তকে ২০২০ সালের দাদাসাহেব ফালকে পুরষ্কার দেওয়ার ঘোষণায় তিনি খুশি। অভিনেতা,প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসাবে তাঁর অবদান অনস্বীকার্য।