মুম্বই: আত্মহত্যা করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রবিবার মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। কেরিয়ারের শীর্ষে থাকা অবস্থায় কেন আত্মহননের পথ বেছে নিলেন তিনি তা নিয়ে হয়রান বলিউড।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অভিনেতার বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।
কয়েকদিন আগে সুশান্ত ও বরুণ শর্মার প্রাক্তন ম্যানেজার দিশা সলিয়নের অস্বাভাবিক মৃত্যু হয়। সোমবার রাতে মুম্বইয়ের মলাডের একটি বহুতলের নীচ থেকে দিশাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে বরিভালির হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সেই ঘটনার পর থেকে আরও ভেঙে পড়েন তিনি। দিশার মৃত্যুতে শোকস্তব্ধ সুশান্ত লিখেছিলেন, ‘এই খবর বিশ্বাস করা যায় না। দিশার আত্মার শান্তি কামনা করছি।’ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আত্মহত্যা করলেন সুশান্ত। এই ঘটনার শোকে বিহ্বল গোটা বলিউড। সুশান্তের অগণিত ভক্তদের মধ্যেও শোকের ছায়া।
১৯৮৬ সালের পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরবর্তীকালে তাঁর পরিবার দিল্লিতে চলে আসে। সর্বভারতীয় পরীক্ষা এআইইইই-তে সপ্তম স্থান অধিকার করেন তিনি। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন তিনি। সেইসময় থেকেই থিয়েটারের প্রতি আগ্রহ তৈরি হয়। থিয়েটারে অভিনয়ও শুরপ করেন। সে কারণেই পড়াশোনা শেষ করতে পারেননি। অভিনয়ের তাগিদে এরপর পাড়ি দেন মুম্বইয়ে।
২০০৮ সালে একতা কপূরের প্রযোজনায় ‘কিস দেশ মে হ্যাঁ মেরা দিল’ সিরিয়ালে প্রথম বড়পর্দায় দেখা যায় তাঁকে। পরের বছরই ‘পবিত্র রিস্তা’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। এই সিরিয়ালে অভিনয় করতে করতে বেশ কিছু রিয়্যালিটি শোয়ে অংশ নেন তিনি।
অভিষেক কপূরের ‘কাই পো ছে’ তাঁর প্রথম ছবি। ২০১৩-তে মুক্তি পাওয়া ‘কাই পো ছে’-তে সুশান্তের অভিনয়ের প্রশংসা কুড়োয়। এরপর ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘পিকে’, ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’, ‘কেদারানাথ’-র মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতা ছাপ রাখেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে তাঁর অভিনয় সাড়া ফেলে দেয়। শ্রদ্ধা কপুরের বিপরীতে ‘ছিচোরে’-তে বড়পর্দায় শেষ দেখা গিয়েছিল তাঁকে। তবে তাঁর শেষ নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘ড্রাইভ’।
কেরিয়ারে সাফল্য অর্জন করলেও ব্যক্তিগত জীবনে দীর্ঘ টানাপড়েনের মধ্য দিয়ে গিয়েছেন তিনি। বলিউডে আসার আগে অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের সঙ্গে সম্পর্কে ছিল তাঁর। লিভ ইনও করেন তাঁরা। পরে সে সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরী হয় বলে খবর।
Sushant Singh Rajput…a bright young actor gone too soon. He excelled on TV and in films. His rise in the world of entertainment inspired many and he leaves behind several memorable performances. Shocked by his passing away. My thoughts are with his family and fans. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) June 14, 2020
Truly shocked and sad to hear the unfortunate news of the demise of very talented Sushant Singh Rajput. My condolences to his family, friends & everyone who admired his work.
— Mamata Banerjee (@MamataOfficial) June 14, 2020
https://twitter.com/akshaykumar/status/1272096708537638912?s=20
https://twitter.com/ajaydevgn/status/1272099513608503300?s=20
This is just so shocking. A wonderful talent. RIP Sushant
— Abhishek Bachchan (@juniorbachchan) June 14, 2020