Online Desk: প্রয়াত অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের মা। শুক্রবার গভীর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গিয়েছে, বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেত্রীর মা। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে সম্প্রতি তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। মায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন কৌশানী। তাঁর পাশে রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত।