উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত ইতালির কিংবদন্তি অভিনেত্রী মনিকা ভিত্তি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বুধবার প্রয়াণের খবর জানান তাঁর স্বামী রবার্তো রুসো। অভিনয়দক্ষতার জন্য তাঁকে ‘কুইন অফ ইটালিয়ান সিনেমা’ বলা হত। পাশাপাশি তাঁর সৌন্দর্যের অনুরাগীরও অভাব ছিল না।
প্রসঙ্গত, একাধিক কালজয়ী ছবির করেছেন মনিকা ভিত্তি। পরিচিতি ও খ্যাতি পেয়েছিলেন প্রচুর। অভিনেত্রীর সব ছবির মধ্যে ১৯৬০ সালের ‘লা আভেন্তুরা’ অন্যতম। এই ছবির মাধ্যমে তিনি বিশাল খ্যাতি অর্জন করেছিলেন। সেই ছবিতে এক নির্যাতিতা নারীর ভূমিকায় অভিনয় করেছিলেন মনিকা।