মুম্বই: আচমকাই অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। জিম করতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মহারাজ। বর্তমানে সৌরভকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই খবর পাওয়া মাত্রই টুইটে করলেন বলিউডের অভিনেত্রী তথা সৌরভের প্রাক্তন বান্ধবী নাগমা। টুইটে তিনি লেখেন, ‘তোমার দ্রুত সুস্থতা কামনা করি। তাড়াতাড়ি সেরে ওঠো। প্রার্থনা করছি।’
Wishing you a speedy recovery @SGanguly99 . Get well Soon . Much prayers .
— Nagma (@nagma_morarji) January 2, 2021
পরিবার সূত্রে খবর, জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। এরপরই ব্ল্যাকআউট হয়ে যান তিনি। বুক এবং পিঠে ব্যথা করছিল তাঁর। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে আসা হলে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়।
অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে স্থিতিশীল রয়েছেন সৌরভ। এমার্জেন্সি থেকে নর্মাল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। তবে ঠিক কি কারণে এমন ঘটনা তা পর্যবেক্ষণ করতে এসএসকেএম থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল ইতিমধ্যে এসে পৌঁছেছেন বলে উডল্যান্ড তরফে জানানো হয়েছে।