মালদা: মালদা জেলার লোক সংস্কৃতি ও সার্বিক সংস্কৃতির মানোন্নয়নের জন্য “মালদা উৎসব”-২০২২ অনুষ্ঠিত হচ্ছে শহরের বৃন্দাবনী ময়দানে। শনি ও রবিবার দুদিন ধরে মালদা (Malda) জেলার সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে এই প্রথম এই ধরনের কোনও উৎসব অনুষ্ঠিত হচ্ছে মালদা জেলা তথা শহরের বুকে। শনিবার এই মেলার উদ্বোধন করেন কলকাতা থেকে আগত প্রখ্যাত চিত্রশিল্পী পল্লবী চট্টোপাধ্যায়। মেলায় বিভিন্ন হস্তশিল্পের প্রদর্শনী, সংস্কৃতি মানুষের জন্য একাধিক স্টল, শিশুদের মনোরঞ্জনের বিভিন্ন খেলার সামগ্রী সহ একাধিক ব্যবস্থা রয়েছে। এছাড়া রবিবার ক্যাকটাস খ্যাত সিধুর সংগীতানুষ্ঠান রয়েছে। মূলত মালদা জেলার বিভিন্ন লোকশিল্পের সার্বিক বিকাশ, মানোন্নয়ন ও জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যেই এই মালদা উৎসব। মালদা উৎসবে মূলত জেলার বিভিন্ন শিল্পীদের সম্মাননা জ্ঞাপণ ছাড়াও জেলার লোকশিল্প গম্ভিরা বাউল ছাড়াও বিভিন্ন মুখোশ নাচ নাটক আবৃতি ও হস্তশিল্পের প্রদর্শন করা হবে। এছাড়াও থাকবে জেলার বিভিন্ন শিল্পীদের নাচ গান ও একাধিক অনুষ্ঠান।
মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস জানিয়েছেন, সংস্কৃতি দিক দিয়ে মালদা জেলা, ক্রমশাই এগিয়ে চলেছে। এই জেলার লোকসংগীত লোকনৃত্য ও লোক শিল্পের কদর সর্বসমক্ষে তুলে ধরে মানোন্নয়নের প্রচেষ্টার জন্যই আমাদের এই মালদা উৎসব। আগামী দিনে মালদার মানুষের সহযোগিতা পেলে সংস্কৃতিতে এই জেলাকে গোটা রাজ্যের মধ্যে প্রথম সারিতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করবে, মালদা জেলা সংস্কৃতিক পরিচালন কমিটি। পল্লবী চ্যাটার্জি জানান, বিভিন্ন সংগীতের পাশাপাশি তিনি এই মালদা উৎসব প্রসঙ্গে জানান, খুব প্রাণবন্ত ও ভালোবাসার ছোঁয়া রয়েছে এই মালদা উৎসবে। মালদা আসতে পেরে খুব ভালো লাগছে। সাংস্কৃতিক দিক থেকে এই মালদা ক্রমশ এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন : বিপুল পরিমাণ বিদেশি মদ সহ গ্রেপ্তার ৬