উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার প্রাণনাশের হুমকি পেলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। হুমকির চিঠি স্পিড পোস্টের মাধ্যমে মুম্বইতে অভিনেত্রীর বাড়িতে এসে পৌঁছোয়। পুরো চিঠিটাই হিন্দিতে লেখা রয়েছে। অসম্মানজনক ও অশ্লীল কথাও লেখা রয়েছে সেই চিঠিতে। প্রাণনাশের হুমকি পেয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন স্বরা। পাশাপাশি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
প্রসঙ্গত, ২০১৭ সালে সাভারকরকে নিয়ে একটি টুইট করেছিলেন স্বরা। তাতেই কটাক্ষের শিকার হন তিনি। সেখানে স্বরা লেখেন, ‘জেল থেকে মুক্তি পাওয়ার জন্য সাভরকর ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছিলেন। ওকে কিছুতেই বীর বলা যায় না।’ এই মন্তব্যের জেরেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। পুরোনো ঘটনা আবারও মাথাচাড়া দেয়। প্রাণনাশের হুমকি দেওয়া হয় অভিনেত্রীকে।
আরও পড়ুন : মালায়ালাম ছবির জনপ্রিয় অভিনেতা বিজয় বাবু গ্রেপ্তার পুলিশের হাতে, অভিযোগ গুরুতর