ডিজিটাল ডেস্ক : বেশ কয়েকদিন যাবৎ এসএসসি দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে হইচই শুরু হয়েছে। কার্যত সোমবার এসএসসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্টে অস্বস্তি বেড়েছে শাসকদলের। পাশাপাশি তদন্ত কমিটির রিপোর্টে নাম যোগ হয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(partha chatterjee)। এই অবস্থায় এসএসসি কাণ্ড নিয়ে এবার সরব হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী(Adhir Chowdhury)। কার্যত তিনি তীব্র কটাক্ষ করে এই রাজ্যকে ‘দুর্নীতিশ্রী’ পুরস্কার দেওয়ার কথা বলেন। স্পষ্টতই তাঁর খোঁচার লক্ষ্য যে মুখ্যমন্ত্রী, তা বুঝতে বাকি নেই কারোর। পাশাপাশি অধীর চৌধুরী এদিন মন্তব্য করেন, পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে কোটি কোটি টাকা দিতে হয়। কার্যত রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে এই প্রশাসনের বলে তিনি মন্তব্য করেন। খুব স্বাভাবিকভাবেই এসএসসি দুর্নীতি নিয়ে অধীর চৌধুরীর এই মন্তব্য বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বিস্ফোরক ডেপুটি স্পিকার
ফের বিতর্কিত মন্তব্য ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়ের। এবার প্রকাশ্য সভায় সদ্য দলে আসা তৃণমুল কর্মীদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন...
Read more