ডিজিটাল ডেস্ক : কংগ্রেসের হাত ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন বর্ষীয়ান নেতা কপিল সিব্বল। খুব স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিনের নেতা কপিল সিব্বল কংগ্রেস ছাড়ায় দল যথেষ্টই অস্বস্তির মুখে পড়ল। অন্যদিকে কপিল সিব্বল সমাজবাদী পার্টিতে যোগদান করার পরেই তিনি রাজ্যসভার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর তাই নিয়ে এবার তীব্র ভাষায় কটাক্ষ করলেন কপিল সিব্বলকে লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। এদিন অধীর চৌধুরী বুঝিয়ে দেন, যেহেতু কংগ্রেসে থাকাকালীন রাজ্যসভার টিকিট কনফার্ম হয়নি তাই কপিল সিব্বল সমাজবাদী পার্টিতে গেছেন। পাশাপাশি অধীর চৌধুরী দাবি করেন, সারা জীবনই কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে কপিল সিব্বলকে। একসাথে অধীর চৌধুরী বিস্ফোরক ভাবে কপিল সিব্বলকে ধান্দাবাজ বলে উল্লেখ করেছেন। খুব স্বাভাবিকভাবেই কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর এই মন্তব্য নিয়ে যে বিতর্ক বাড়বে তা বলাইবাহুল্য।
আরও পড়ুন : আগামীকাল মমতার মন্ত্রীসভার বৈঠক, কী নিয়ে আলোচনা?