ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে শুরু হয়েছে হিজাব বিতর্ক। কার্যত কর্ণাটকে হিজাব পরিহিত বেশ কয়েকজন পড়ুয়াকে ক্লাস রুমে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপর কর্ণাটক সরকারের পক্ষ থেকেও নির্দেশিকা জারি করায় বিতর্ক পাল্লা দিয়ে বাড়ে। পাশাপাশি এবার হিজাব বিতর্ক সংসদেও। হিজাব বিতর্কে ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতিবাদ জানিয়েছেন। আর এবার লোকসভায় দাঁড়িয়ে হিজাব ইস্যুতে কেন্দ্রের বিবৃতির দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অধীর চৌধুরী জানিয়েছেন, যেভাবে হিজাব পরাকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে, তা মোটেই উচিত নয়। এর ফলে দেশে ধর্ম বিদ্বেষ বেড়ে যাবে। অন্যদিকে হিজাব বিতর্ক ইতিমধ্যেই আদালতে গিয়েছে। আদালতের পক্ষ থেকেও এই ইস্যুতে শান্তি বজায় রাখার আবেদন করা হয়েছে। অধীর চৌধুরীকে কর্ণাটকের বিজেপি নেতা শিবকুমার চান্নাবাসাপ্পা হিজাব বিতর্ক এই মুহূর্তে আদালতে বিচারাধীন বলে কোন আলোচনা সম্ভব নয় বলে জানিয়ে দেন। সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, সময়ের সাথে সাথে হিজাব বিতর্কে যদি এখনই রাশ টানা না যায়, তাহলে কিন্তু অশান্তি প্রবল আকার ধারণ করতে পারে।
আরও পড়ুনঃ কমিশনের বাতিল প্রার্থীর নাম বিজেপির প্রার্থী তালিকায়