ওদলাবাড়ি, ১ ফেব্রুয়ারিঃ এনআরসি, সিএএ এবং এনপিআর-র বিরোধিতায় অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটি পথে নামল। অন্যতম সংগঠক রাজেশ লাকড়ার নেতৃত্বে শনিবার আদিবাসী বিকাশ পরিষদের মোটরবাইক র্যালি করল। ডুয়ার্সের এলেনবাড়ি চা বাগান থেকে শুরু হয়ে র্যালিটি ওদলাবাড়ি, ডামডিম, মালবাজার সহ বিভিন্ন এলাকা হয়ে গয়েরকাটা গিয়ে শেষ হয়। মাঝে পথসভাও করা হয়। রাজেশ লাকড়া সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, বিজেপি ধর্ম ও জাতপাতের নিরিখে সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চক্রান্ত করছে। তার বিরুদ্ধে ডুয়ার্সের আদিবাসী সমাজ পথে নেমে আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন ইতিমধ্যে আদিবাসী মহলে সাড়া ফেলেছে।বাইক র্যালিকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল।
বিয়ের চাপ দেওয়া আত্মহত্যার চেষ্টা যুবকের
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও পক্ষই লিখিতভাবে অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Read more