চোপড়া: এবার পুজোয় চোপড়ায় ডিজে সাউন্ড সিস্টেমের ব্যবহার নিষিদ্ধ করল প্রশাসন। রবিবার চোপড়া (Chopra) ব্লক প্রশাসনের উদ্যোগে এলাকার পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানেই এই নির্দেশিকার কথা জানিয়ে দেন ব্লক প্রশাসনের কর্তারা। পুজোর সময় যাতে দাসপাড়া বা সদর চোপড়া এলাকায় দমকলের একটি ইঞ্জিন রাখার ব্যবস্থা করা হয়, সেবিষয়ে এদিন বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিদের তরফে আবেদন জানানো হয়েছে। চোপড়া পঞ্চায়েত সমিতির হলে অনুষ্ঠিত বৈঠকে এদিন প্রায় সমস্ত পুজো কমিটির প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন চোপড়ার বিডিও সমীর মণ্ডল, আইসি হেমন্ত শর্মা, ডিএসপি ধ্রুব প্রধান প্রমুখ।
আরও পড়ুন : প্রায় আড়াই কোটির সোনার বিস্কুট সহ শিলিগুড়িতে ধৃত ২