নাগরাকাটা: সরকারি জমি কেনাবেচা চলছে এমন অভিযোগ পেয়ে স্থানীয়দের সঙ্গে বৈঠক করলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। শুক্রবার নাগরাকাটার ময়নাখোলা লাগোয়া ৩১ সি জাতীয় সড়কের ধারে প্রশাসন ও পঞ্চায়েত স্তরের কর্তারা ওই জমিতে যারা চাষাবাদ করছেন তাঁদের সঙ্গে কথা বলেন। পরে বিডিও বিপুল কুমার মণ্ডল জানান, জমিগুলি একটা সময় চা বাগানের লিজহোল্ড ছিল। পরে তা ১ নম্বর খতিয়ানভুক্ত হয়। বর্তমানে ওই জমি পুরোপুরি সরকারি। স্থানীয়দের বলা হয়েছে ফাঁদে পড়ে তারা যেন এসবের সঙ্গে না জড়ান। প্রমাণিত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা দীর্ঘদিন ধরে ওই জায়গায় রয়েছেন তাঁদের পাট্টা প্রদানের বিষয়টি দেখা হবে। এদিন বিডিও-র সঙ্গে ছিলেন ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ডিকি শেরপাও। এদিন বাসিন্দাদের সঙ্গে আলোচনায় ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় কুজুরও।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial