চাঁচল: চাঁচলকে যানজটমুক্ত করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। চাঁচল থানায় দুই যান চালক ইউনিয়নকে নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে টোটো চালকদের জন্য রুট বেঁধে দেওয়া হয়েছে। তবে রোগী ও প্রসূতি নিয়ে আসা টোটোচালকদের সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। ট্রাফিক বিভাগের এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন টোটো ও অটো চালকরা।
মালদার ডিএসপি বিপুল বন্দ্যোপাধ্যায় জানান, চাঁচলে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু হচ্ছে। শীঘ্রই সেটি চালু হয়ে যাবে। ট্রাফিক ওসি চন্দন দে জানান, বৈঠকে টোটোচালকদের নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হল। চাঁচল থানায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলা ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর শান্তিনাথ পাজা, টোটো ও অটো ইউনিয়নের সদস্য সহ আরও অনেকে।