ময়নাগুড়ি: আতশবাজি বিক্রি বন্ধে ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনিক বৈঠক। শনিবার ময়নাগুড়ির মারোয়াড়ি গেস্ট হাউসে ময়নাগুড়ির ব্যবসায়ীদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আদালতের রায়কে মান্যতা দিয়ে আতশবাজি বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত ঘোষিত হয় প্রশাসনের তরফে।
এদিন ময়নাগুড়ি থানার আইসি অসীম গোপ বলেন, ‘বাজি বিক্রি আগেই নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এবার মহামান্য আদালতের নির্দেশে আতশবাজি বিক্রি বন্ধ করা হবে। ময়নাগুড়িতে কোন আতশবাজি বিক্রি হবে না।‘
ময়নাগুড়ি বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সহকারী সম্পাদক সুমিত সাহা বলেন, ‘আমরা প্রশাসনের নির্দেশ মেনেই চলব। তবে বাজি ব্যবসায়ীরা ইতিমধ্যে দোকানে আতশবাজি মজুদ করেছেন। বাজি মজুদের ঘর ব্যবসায়ীরা বন্ধ রাখব।‘
যদিও আগামীকাল থেকে ময়নাগুড়িতে এই বিষয়ে মাইক প্রচার শুরু করবে পুলিশ প্রশাসন। এরপর এদিনের সভায় কালীপুজো সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
এদিনের বৈঠকে বিভিন্ন কালীপুজো উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সভায় আইসি এবার কালীপুজোয় কোভিড পরিস্থিতিতে কি কি করণীয় উদ্যোক্তাদের তার পূর্ণ বিশ্লেষণও করেন।